create your own banner at mybannermaker.com!

21 Mar 2013

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা গভীর শোকাহত


 
Bornill News: বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বুধবার বাংলাদেশ সময় ৪:৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউনতাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর

জিল্লুর রহমান ২০০৯ সালে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেনগত শনিবার (৯ মার্চ) ছিল তার ৮৪তম জন্মদিন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জের ভৈরব থানার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেনতিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন তিনি ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ২০০৮ সালে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন২০০৯ সালে তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন

জিল্লুর রহমান ছিলেন এক ছেলে ও দুই মেয়ের জনক২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান ছিলেন তাঁর স্ত্রী

মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মহামান্য রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, যে বাংলাদেশ সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অবশ্যই হতে হবে।